গাড়ি থামিয়ে তুলছিলেন চাঁদা, যেতে হলো হাজতে

হাটহাজারীতে গাড়ি থামিয়ে চাঁদা আদায় করছিলেন চার যুবক। তবে শেষ পর্যন্ত চাঁদার বই ও টাকাসহ র‌্যাবের হাতে ধরা পড়েছেন তারা।

শুক্রবার (৯ জুলাই) রাত ১১টার দিকে হাটহাজারীর মদুনাঘাট এলাকা থেকে তাদের আটক করে র‌্যাব-৭। এ সময় তাদের কাছ থেকে ১২টি চাঁদা আদায়ের বই ও ১৭ হাজার ১৫০ টাকা জব্দ করা হয়।

আটককৃতরা হলেন- হাটহাজারী থানার মদুনাঘাট এলাকার ফজলুল হকের ছেলে মো.আলমগীর (৩৫), চান্দগাঁওয়ের লাবরখিলের মৃত বাবুল ঘোষের ছেলে শ্রীকান্ত ঘোষ ওরফে রাসেদ ঘোষ (৩৯), রাউজানের নোয়াপাড়া গ্রামের হাজী ওসমান গনির ছেলে মো. হাসান (৩৫) ও পটিয়া উপজেলার লাওয়ারখিল গ্রামের মিলন দাসের ছেলে সুমন দাস (৪০)।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার আলোকিত চট্টগ্রামকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাটহাজারী মদুনাঘাট এলাকায় গাড়ি থেকে চাঁদা আদায়ের সময় সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের ৪ জনকে আটক করি। পরে তাদের দেহ তল্লাশি করে আদায়কৃত নগদ ১৭ হাজার ১৫০ টাকা এবং ১২টি চাঁদা আদায়ের বই জব্দ করা হয়। তাদের হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।

এএইচ/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!