গলায়—শরীরে আঘাতের রক্তাক্ত দাগ, প্রবাসীর স্ত্রীর লাশ

বোয়ালখালীতে এক প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে এ লাশ উদ্ধার করে বোয়ালখালী থানা পুলিশ।

নিহত গৃহবধূর নাম মেহেরুন্নেছা (২১)। তিনি পশ্চিম গোমদণ্ডী আপেল আহমদ টেক এলাকার জাফর আহমদের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, এক বছর আগে পোপাদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সুযত আলীর বাড়ির প্রবাসী খায়রুল ইসলাম বাবুর সঙ্গে মেহেরুন্নেছার বিয়ে হয়।

আরও পড়ুন: পারিবারিক কলহ—গলায় ওড়না পেঁচিয়ে জীবনযুদ্ধে হেরে গেল গৃহবধূ

স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নাহিদা আকতার জানান, ওই গৃহবধূকে স্বজনরা হাসপাতালে নিয়ে আসার পর মৃত ঘোষণা করা হয়। শ্বশুর তোফায়েল আহমদ পুত্রবধূ স্ট্রোক করেছেন বলে জানান। কিন্তু নিহতের গলায় ও শরীরে আঘাতের চিহ্ন থাকায় থানা পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে লাশ নিয়ে যায়।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম আলোকিত চট্টগ্রামকে বলেন, নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!