গরু মেরে বন্ধ হওয়া ডেমু ট্রেন চালুর ১১ দিন পর আবারও বন্ধ, যাত্রীদের বিক্ষোভ

চালুর একদিন পর গরুর সঙ্গে সংঘর্ষে ফের বন্ধ হয়ে গেছে চট্টগ্রাম-দোহাজারী রুটে ডেমু ট্রেন চলাচল। এদিকে ট্রেন চলাচল বন্ধের খবরে নগরের ষোলশহর রেল স্টেশনে বিক্ষোভ করেছে যাত্রীরা।

জানা যায়, ১১ দিন পর চট্টগ্রাম-দোহাজারী রুটে চালু হওয়া ডেমু ট্রেন সোমবার (৩ অক্টোবর) নগরের পলিটেকনিক এলাকায় গরুর সঙ্গে সংঘর্ষের কারণে বন্ধ হয়ে যায়। সংঘর্ষে ট্রেনের তেলের ট্যাংক ফেটে যায়। পরে কন্ট্রোল অফিসের সঙ্গে যোগাযোগ করে ট্রেনের যাত্রা বাতিল করা হয়। ফলে ট্রেনটি ষোলশহর স্টেশন থেকে দোহাজারী না গিয়ে চট্টগ্রাম স্টেশনে ফিরে আসে।

এদিকে ট্রেনের যাত্রা বাতিলের খবরে শত শত যাত্রী ষোলশহর রেল স্টেশনে বিক্ষোভ করেন।

এ বিষয়ে রেলওয়ে কন্ট্রোল অফিসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আলোকিত চট্টগ্রামকে বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে ডেমু ট্রেন ষোলশহর স্টেশন থেকে চট্টগ্রাম স্টেশনে ফিরে গেছে।

সিএম/এসআই

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!