গণমাধ্যমের নিউজে ছাড়া আর কোথাও নেই বিএনপি : আ জ ম নাছির

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, বর্তমানে বিএনপিকে গণমাধ্যমের নিউজে ছাড়া আর কোথাও দেখা যায় না।

শুক্রবার (২০ মে) সন্ধ্যায় সরাইপাড়া ওয়ার্ডের ঈদগাহ এলাকায় নগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক লীগ নেতা রুবেল আহমেদ বাবুর ব্যবস্থাপনায় এলাকাবাসীর মাঝে ছাতা বিতরণ করা হয়েছে।

আ জ ম নাছির বলেন, বিএনপি নামক দলটি এখন খবরের দল হয়ে গেছে। কোনো ইস্যু না পেয়ে তারা এখন আবার সেই পুরোনো কৌশল অবলম্বনে নেমেছে। জনমুখী কোনো কর্মকাণ্ডে তাদের দেখা যাচ্ছে না। তাদেরকে চটকদার শিরোনামের নিউজেই কেবল দেখা যাচ্ছে। জনগণের সেবা করা, জনমানুষের পাশে থেকে রাজনীতি করা— এই নীতি বিএনপির কখনোই ছিল না। তাদের নীতি, যেনতেন ভাবে ক্ষমতার বসে নিজের আখের গোছানো। তাদের ফন্দি-ফিকির এখন দেশের মানুষ বুঝে ফেলেছে।

আরও পড়ুন: হাটহাজারীতে শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক আবু তালেবের হ্যাটট্রিক

চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাাসেবক লীগের সহসভাপতি কাউন্সিলর আবুল হাসনাত বেলালের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সুজিত দাশ, আজাদ খান অভি, আবদুর রশিদ লোকমান, মিনহাজুল আবেদীন চৌধুরী সায়েম, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সরফরাজ নেওয়াজ চৌধুরী রবিন, সাংগঠনিক সম্পাদক মো. সালাউদ্দিন, স্বেচ্ছাসেবক লীগ নেতা ফয়সাল বাপ্পী, লায়ন মো. নুরুজ্জামান, শেখ ফরিদ, হোসেন চৌধুরী সাদ্দাম, মনিরুল্লাহ খান, আমজাদ খান, জাহাঙ্গীর বেগ, বদিউল আলম রাজীব, মো. সাগর, সরাইপাড়া ওয়ার্ড কাউন্সিলর নুরুল আমিন ও কাউন্সিলর নাজমুল হক ডিউক বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সরাইপাড়া ওয়ার্ড আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক লায়ন এম শওকত আলী, এবিএম লুৎফুর হক খুশি, আবু সৈয়দ খান, মুজিবুর রহমান মুজিব, যুবলীগ নেতা অ্যাডভোকেট আরসাদ হোসেন আসাদ, এমএ মান্নান শিমুল, হুমায়ন ছগির, আবু সুফিয়ান, মোস্তফা আমির, অ্যাডভোকেট টিপু শীল জয়দেব, মাকসুদুর রহমান মাসুদ, হাসান আজাদ, শরীফুল ইসলাম বাবু, সাদ্দাম হোসেন, মো. রণি, ছাত্রলীগ নেতা অরভিন সাকিব ইভান, শাহজাহান সাজু, সোহেল আলম, ইসমাইল হোসেন, সাইমুল আলম সজিব, ইয়াসিন আরাফাত দিপু, হারুনুর রশিদ নোমেল, আহসানুল হক পিয়াল, এসআই হোসেন সাহিদ, আকবর হোসেন, হামিদ জনি, জহিরুল ইসলাম মিজান, ইব্রাহিম হোসেন আরিফ, জেসমিন আক্তার জেসি, শাহাদাত, সামির, ফারহান, শুভ ও আরমান।

এসআই/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!