চট্টগ্রাম সিটির ওয়ার্ডে গণটিকার দ্বিতীয় ডোজ শুরু ৭ সেপ্টেম্বর

চট্টগ্রাম সিটি করপোরেশন ওয়ার্ডগুলোতে আগামী ৭ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে করোনার দ্বিতীয় ডোজের গণটিকাদান কর্মসূচি।

গত ৭ আগস্ট যারা প্রথম ডোজ নিয়েছেন শুধু তাদের দ্বিতীয় ডোজের জন্য মঙ্গলবার সকাল ৯টায় পূর্বের নিজ নিজ কেন্দ্রে উপস্থিত থাকতে বলা হয়েছে।

আরও পড়ুন: ‘চট্টগ্রামে গণটিকা’ কেন্দ্রের সামনে টিকার জন্য লম্বা লাইন

এছাড়া দ্বিতীয় ডোজ গণটিকার জন্য কারো কাছে এসএমএস পাঠানো হবে না। প্রথম ডোজের টিকা যে কেন্দ্রে দেওয়া হয়েছে দ্বিতীয় ডোজের টিকাও একই কেন্দ্রে দেওয়া হবে। আসার সময় অবশ্যই টিকা কার্ড সঙ্গে আনতে হবে।

এদিকে রোববার (৫ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রামে এসে পৌঁছায় সিনোফার্মার ২ লাখ ৫৫ হাজার ডোজ টিকা এবং দ্বিতীয় ডোজের জন্য মডার্নার ৫৮ হাজার ৮০০ ডোজ টিকা।

এএইচ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!