৩০ মার্চ গঙ্গাঘাটে মহাবারুণী স্নান, পতেঙ্গা থানার ওসির সঙ্গে মতবিনিময়

পতেঙ্গায় সর্বজনীন মহাবারুণী ও গঙ্গাস্নান ঘাট কমিটির উদ্যোগে আগামী ৩০ মার্চ মহাবারুণী ও গঙ্গাস্নান যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে মঙ্গলবার (৮ মার্চ) বিকেলে পতেঙ্গা মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন মহাবারুণী ও গঙ্গাস্নান ঘাট কমিটির নেতৃবৃন্দ। এ সময় নেতৃবৃন্দ অনুষ্ঠান সুন্দর ও সফলভাবে সম্পন্ন করতে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন: পতেঙ্গা সর্বজনীন মহাবারুণী—গঙ্গাস্নান ঘাট কমিটির প্রধান উপদেষ্টা আয়ান শর্মা

এতে উপস্থিত ছিলেন পতেঙ্গা সর্বজনীন মহাবারুণী ও গঙ্গাস্নান ঘাট কমিটির সভাপতি সোনাবাবু জলদাশ, সাধারণ সম্পাদক শ্যামল দাশ, সহসাধারণ সম্পাদক কাঞ্চন জলদাশ, অর্থ সম্পাদক পরিমল জলদাশ, কিরণ জলদাশ, সুব্রত জলদাশ ও শান্তি মোহন জলদাশ।

আরও উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর প্রতিনিধি নেজাম উদ্দীন ও সাংবাদিক এসকে সাগর।

এ সময় পতেঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, পতেঙ্গাবাসী সুখে-দুঃখে সবসময় আমাকে কাছে পাবে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে পতেঙ্গা মডেল থানা পুলিশ। আগামী ৩০ মার্চ সনাতন সম্প্রদায়ের বারুণী ও গঙ্গাস্নান সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!