সুপারশপ ‘খুলশী মার্টে’ চলছে চোরাপথে আনা প্রসাধনী বেচাকেনা

নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় অবৈধভাবে আমদানি ও অনুমোদিত প্রসাধনী বিক্রি এবং উন্মুক্ত স্থানে তামাক প্রদর্শনসহ বিভিন্ন অপরাধে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৮ ডিসেম্বর) নগরের খুলশি, জিইসি ও দুই নম্বর গেট এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত। এসময় বিএসটিআইয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ধরা খেল ধনীর সুপারশপ খুলশী মার্ট, কাঁধে উঠল জরিমানা

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, অবৈধভাবে আমদানি ও অননুমোদিত প্রসাধনী সামগ্রী বিক্রির করায় খুলশী মার্টকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই অপরাধে জিইসি মোড়ের কামাল স্টোরকে ৩০ হাজার টাকা এবং সতর্কীকরণ বিজ্ঞপ্তি ছাড়া উন্মুক্ত স্থানে সিগারেট প্রদর্শন ও বিক্রির অপরাধে ২ নম্বর গেট এলাকার মিনা বাজারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সিএম/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!