কুমিল্লার ‘বিগ বস’ চট্টগ্রামে, দাম ২০ লাখ

রঙটা সাদা-কালোর মিশেলে। চলেও হেলেদুলে। নামটাও বেশ—‘বিগ বস’।

সুদূর কুমিল্লা থেকে এসেছে `বিগ বস’। কোরবানির গরুর বাজারে এখন সবার আকর্ষণের কেন্দ্রে সাদা-কালো এই গরুটি।

বুধবার (১৪ জুলাই) সকালে নগরের সবেচেয়ে বড় বাজার সাগরিকা পশুর হাটে আনা হয় `বিগ বসকে’। ট্রাক থেকে নামনোর পরই বিশাল এই গরুটি দেখতে ভিড় করে উৎসুক জনতা।

কোরবানির ঈদকে সামনে রেখেই `বিগ বসকে’ বিক্রির উদ্দেশ্যে কুমিল্লা থেকে সাগরিকায় এনেছেন এর মালিক মো. শাহজাহান চৌধুরী। দামও হাঁকিয়েছেন তিনি ২০ লাখ টাকা।

শাহজাহান চৌধুরী আলোকিত চট্টগ্রামকে বলেন, প্রাকৃতিক খাবার দিয়ে অত্যন্ত যত্নে ঘরেই লালন-পালন করা হয়েছে `বিগ বসকে’। প্রতিদিন তাকে খাওয়ানো হয় ছোলা, ভুট্টা, সয়াবিন, মটর, কলা, সবুজ ঘাস ও ভুসি।

তিনি আরও বলেন, প্রতিদিন দুই বেলায় ১৭ থেকে ১৮ কেজি খাবার খেতে দিতে হয় `বিগ বসকে’। তার থাকার ঘরটিও রাখতে হয় পরিষ্কার-পরিচ্ছন্ন।

আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!