কিশোর গ্যাং ‘পিচ্চি বাবু’র ৩ সদস্যকে ধরল র‌্যাব, পেল নকল পিস্তলও

চুরি, ছিনতাই, চাঁদাবাজিসহ সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগে কিশোর গ্যাং ‘পিচ্চি বাবু’ গ্রুপের ৩ সদস্যকে আটক করেছে র‌্যাব-৭। এ সময় তাদের কাছ থেকে নকল পিস্তলসহ দুটি চাকু উদ্ধার করা হয়।

শনিবার (৭ আগস্ট) রাত সাড়ে নয়টায় চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মোড় থেকে তাদের আটক করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৭’র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।

আরও পড়ুন: ডাবল খুনের পর নিজেও ‘খুন’— র‌্যাব বলছে বন্দুকযুদ্ধে নিহত

আটকরা হলেন- নোয়াখালী জেলার সুধারাম থানার চরমটুয়া ইউনিয়নের মো. হানিফ মিয়ার ছেলে মো. আব্দুল হালীম সুজন প্রকাশ বাবু (২৩), ফটিকছড়ি থানার কাঞ্চননগর ইউনিয়নের মো. ইদ্রিসের ছেলে গিয়াস উদ্দিন (২৪) ও বায়েজিদ বোস্তামি থানার রৌফাবাদ এলাকার আবদুল খালেকের ছেলে মো. জুয়েল হোসেন (২০)।

র‌্যাব জানায়, গোপন সংবাদে বায়েজিদ বোস্তামি থানার চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মোড়ে অভিযান চালিয়ে কিশোর গ্যাং ‘পিচ্চি বাবু’ গ্রুপের তিন সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নকল পিস্তলসহ দুটি ধারালো চাকু পাওয়া যায়। এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপে যুক্ত তারা। তাদের বায়েজিদ থানায় হস্তান্তর করা হয়েছে।

সিএম/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!