শোক দিবসে—গোলপাহাড় মহাশ্মশান কালী মন্দিরে বিশেষ প্রার্থনা

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গোলপাহাড় কালী মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ আগস্ট) সন্ধ্যায় গোলপাহাড় মহাশ্মশান পরিচালনা পরিষদ মন্দির প্রাঙ্গনে এ আয়োজন করে।

আরও পড়ুন: ‘চসিক সচিবের কাণ্ড’—শোক দিবসে প্লাস্টিকের ফুল দেখে ‘অগ্নিমূর্তি মেয়র’

জাতির জনকের আত্মার সদগতি কামনা করে মন্ত্র পাঠ করেন মন্দিরের প্রধান পুরোহিত সুমন ভট্টাচার্য। এতে অংশ নেন কমিটির উপদেষ্টা অ্যাডভোকেট সুনীল সরকার, সভাপতি মাইকেল দে, সাধারণ সম্পাদক কাজল কান্তি দেব, সৌমিত্র চক্রবর্তী, মনিলাল দাশ, দেবাশীষ নাথ দেবু, সঞ্জয় ভৌমিক কঙ্কন, বিশ্বনাথ দাশ বিষু, রুবেল দে, অমল কৃষ্ণ নাথ, চন্দন মহাজন, সাংগাঠনিক সম্পাদক অ্যাডভোকেট নিখিল কুমার নাথ, দীলিপ দাশ, রাজীব চৌধুরী, সুচিত্রা গুহ টুম্পা, সজ্জিত রায়, যিশু নাথ, দোলন বৈষ্ণব ও কার্তিক শীল।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!