শাহ আমানত বেকারির কারখানা সিলগালা, জরিমানা

লোহাগাড়ায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরির অপরাধে শাহ আমানত বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা ও কারখানা সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১০ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো মাসুদ রানা এ অভিযান পরিচালনা করেন।

আরও পড়ুন: হরিষে বিষাদ—গান-বাজনা করে সমুদ্রসৈকত থেকে ফেরার পথে গুনতে হলো জরিমানা

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা জানান, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরির অপরাধে শাহ আমানত বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করে কারখানা সিলগালা করা হয়েছে। খাবার উৎপাদনের উপযোগী পরিবেশ নিশ্চিত করতে পারলে পুনরায় তাদের অনুমতি দেওয়া হবে।

অভিযানে চট্টগ্রাম বিএসটিআই’র ফিল্ড অফিসার মো. শহিদুল ইসলামসহ বিএসটিআই প্রতিনিধি দল ও লোহাগাড়া থানা পুলিশ সহায়তা করে।

সাত্তার/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!