মুজিব শতবর্ষে কাউন্সিলর কাপ টুর্নামেন্টের উদ্যোগ চসিক কাউন্সিলর এসরালের

মুজিব শতবর্ষ উপলক্ষে চট্টগ্রামে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্যোগ নিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এসরারুল হক এসরাল।

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী।

নগরের চান্দগাঁও আবাসিক এলাকার বি-ব্লক মাঠে অনুষ্ঠিত হবে এ টুর্নামেন্ট। পুরো আয়োজনের পৃষ্ঠপোষকতা করছেন চসিকের ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এসরারুল হক এসরাল।

আরও পড়ুন : ফটিকছড়ির বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের খবর

খেলায় অংশ নিতে শুভেচ্ছা ফি রাখা হয়েছে ৫ হাজার টাকা। ফরম জমার শেষ তারিখ ১০ ডিসেম্বর। বিজয়ী দলকে ৫০ হাজার টাকা এবং রানার্সআপকে ৩০ হাজার টাকা প্রাইজমানি দেওয়া হবে।

টুর্নামেন্টের পৃষ্ঠপোষক কাউন্সিলর এসরারুল হক এসরাল বলেন, খেলাধুলা মানুষের শরীর ও মন ভালো রাখে। এছাড়া অপরাধ প্রবণতাও কমিয়ে আনে। সুস্থ শরীর ও সুস্থ মনের জন্য খেলাধুলার বিকল্প নেই।

তিনি বলেন, এই টুর্নামেন্টে অংশগ্রহণের ফলে তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আরো মনোযোগী করবে বলে প্রত্যাশা।

সিএম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!