করোনা : ১০ দিনের শূন্যে স্বস্তিতে চট্টগ্রাম

করোনায় সাফল্যের ধারাবাহিকতা অটুট রয়েছে চট্টগ্রামে। টানা ১০ দিন করোনায় মৃত্যুহীন দিন পার হয়েছে। সবমিলিয়ে ১০ দিনের এই ‘শূন্য’ মৃত্যুতেই স্বস্তি বিরাজ করছে চট্টগ্রামজুড়ে।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ১ হাজার ১৬৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ছয়জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। বুধবার (১০ নভেম্বর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

আরও পড়ুন: হাতের নাগালে করোনার ওষুধ, দাম কত—কতটা কার্যকর

প্রতিবেদনে বলা হয়, শনাক্তদের মধ্যে ৪ জন নগরের এবং ২ জন উপজেলার বাসিন্দা। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ০.৫১ শতাংশ।

সবর্শেষ ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ২ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ২ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১ জন এবং জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ১ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

এর মধ্যদিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা হলো এক লাখ দুই হাজার ২৮১ জন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। তাই মৃত্যুর সংখ্যা থাকছে আগের মতোই।

এসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!