করোনা—মায়ের মৃত্যুর একদিন পর মারা গেল ছেলেও

মাত্র ২৬ ঘণ্টার ব্যবধানে করোনায় আক্রান্ত মা ও ছেলের মৃত্যু হয়েছে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারী হাসপাতালে।

শুক্রবার ২৩ জুলাই সকাল ১০ টায় মা বিবি জয়নব রেনু ও শনিবার (২৪ জুলাই) বেলা ১২টায় ছেলে রেজাউল্লা মোহাম্মদ সোহেল মারা যান।

মারা যাওয়ারা নগরের চান্দগাঁও থানার খাজা রোড এলাকার মরহুম আবদুল মাবুদের স্ত্রী ও পুত্র।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৮ জুলাই ছেলে মো. সোহেল করোনা আক্রান্ত হয়ে নগরের মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি হন। তার সংস্পর্শে থেকে মা বিবি জয়নব রেনু এক সপ্তাহ পর করোনা আক্রান্ত হলে তাকে একই হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে উভয়ের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে হস্তান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা মৃত্যুবরণ করেন।

মারা যাওয়া বিবি জয়নব রেনুর ২ ছেলে ও ২ মেয়ে মেয়ে রয়েছে। সোহেল তার বড় ছেলে। সোহেলও বিবাহিত। তার ৩ বছরের একটি কন্যা ও ১ বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

এদিকে মা-ছেলের একসঙ্গে মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

সিএম/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!