করোনা: দ্বিগুণ শনাক্তেও নির্ভীক চট্টগ্রাম

একদিনের ব্যবধানে চট্টগ্রামে করোনা শনাক্ত হয়েছে দ্বিগুণ। কিন্তু এরপরও নির্ভীক চট্টগ্রাম। কারণ শনাক্তের সংখ্যাটা যে মাত্র ২!

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৪১৬ নমুনা পরীক্ষায় দুজনের করোনা শনাক্ত হয়েছে। আগের দিন করোনা শনাক্ত হয়েছিল একজনের।

এদিকে সর্বশেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত দুজনই নগরের বাসিন্দা। পরীক্ষার তুলনায় সংক্রমণের হার দশমিক ৪৮ শতাংশ।

আরও পড়ুন: চট্টগ্রামে ‘নিয়ন্ত্রণে’ করোনা

শুক্রবার (২৫ মার্চ) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। এদিন ১২টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।

এখন পর্যন্ত চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৬১৬ জন। এর মধ্যে ৯২ হাজার ৮৫ জন নগরের এবং ৩৪ হাজার ৫৩১ জন উপজেলার। মোট মৃত্যু ১ হাজার ৩৬২ জন। এর মধ্যে নগরের ৭৩৪ জন এবং উপজেলার ৬২৮ জন।

এসআই/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!