করোনা : চট্টগ্রামে সহস্রাধিক শনাক্তে হঠাৎ বাড়ল মৃত্যুর আহাজারি

চট্টগ্রামে হঠাৎ ছড়িয়ে পড়েছে মৃত্যুর আহাজারি। একদিনের ব্যবধানে মৃত্যু বেড়ে হয়েছে দ্বিগুণ। শনাক্তও হয়েছে সহস্রাধিক।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৪ করোনা রোগীর মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৬৭ জন। শনাক্তের হার ৩১.৯৭ শতাংশ।

এর আগের দিন চট্টগ্রামে জোড়া মৃত্যু আঘাত হেনেছিল। শনাক্ত হয়েছিল ১ হাজার ১২১ জন। শনাক্তের হার ছিল ৩৫.৬৭ শতাংশ।

সর্বশেষ ২৪ ঘণ্টায় আক্রান্তের ৮৮৭ জন নগর এবং ২৮০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এদিন মারা যাওয়া চারজনের তিনজন উপজেলা ও একজন নগরের বাসিন্দা।

আরও পড়ুন : করোনা : চট্টগ্রামে আবার জোড়া মৃত্যুর আঘাত, বাড়ল শনাক্তের হারও

শুক্রবার (২৮ জানুয়ারি) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের পাঠানো প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, এদিন ১৪ ল্যাবে ৩ হাজার ৬৫০ নমুনা পরীক্ষা হয়। এরমধ্যে শেভরনে ৫৭৬ নমুনায় ১৬৭ জন, বিআইটিআইডিতে ৫৭২ নমুনায় ২৩৫ জন, ইম্পেরিয়ালে ৫২৯ নমুনায় ১৪০ জন, মেডিকেল সেন্টার হাসপাতালে ৩২৭ নমুনায় ২৫ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজে ৩০৬ নমুনায় ১৩৮ জন, এন্টিজেন টেস্টে ২৮৮ নমুনায় ৬৭ জন, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ২৬১ নমুনায় ৭৬ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সাইন্সেস হাসপাতালে ২৩২ নমুনায় ১২৬ জন, স্পেশালাইজড হাসপাতালে ১৯৬ নমুনায় ৪৬ জন, মেট্রোপলিটন হাসপাতালে ১২৮ নমুনায় ৫৭ জন, ইপিক হেলথ কেয়ারে ১০৬ নমুনায় ৫১ জন, এশিয়ান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১০০ নমুনায় ৩০ জন, আরটিআরএলে ২০ নমুনায় ২ জন এবং ল্যাবএইডে ৯ নমুনা পরীক্ষায় ৭ জনের দেহে এ জীবাণু পাওয়া গেছে।

তবে কক্সবাজার মেডিকেল কলেজ এবং শাহ আমানত বিমানবন্দরে এদিন কোনো নমুনা পরীক্ষা হয়নি।

আরও পড়ুন : চট্টগ্রামে জোড়া মৃত্যুর দিনে সুনামি গতির করোনায় রেকর্ড

উপজেলার মধ্যে হাটহাজারী ৫৩ জন, রাউজান ৪০ জন, ফটিকছড়ি ৩২ জন, আনোয়ারা ২৪ জন, রাঙ্গুনিয়া ২৪ জন, পটিয়া ১৮ জন, মিরসরাই ১৬ জন, বোয়ালখালী ১৬ জন, চন্দনাইশ ১২ জন, সীতাকুণ্ড ১১ জন, বাঁশখালী ১০ জন, লোহাগাড়া ১০ জন, সন্দ্বীপ ৮ জন, সাতকানিয়া ৫ জন এবং কর্ণফুলীতে ১ জন করোনা আক্রান্ত হয়েছেন।

চট্টগ্রামে এ পর্যন্ত আক্রান্ত ১ লাখ ১৭ হাজার ২০৩ জন। এরমধ্যে ৮৫ হাজার ৫২৪ জন নগর এবং ৩১ হাজার ৬৭৯ জন উপজেলার বাসিন্দা।

মোট মৃত্যু ১ হাজার ৩৫৪। যার ৭৩০ জন নগর এবং ৬২৪ জন উপজেলার বাসিন্দা।

ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!