করোনা—চট্টগ্রামে নমুনা বাড়তেই বাড়ল শনাক্ত, বেড়েছে মৃত্যুও

চট্টগ্রামে নমুনা বাড়তেই বেড়েছে করোনা শনাক্তের সংখ্যা। একইসঙ্গে বেড়েছে করোনা রোগীর মৃত্যুও।

রোববার (১ আগস্ট) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় জানায়, আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৩ হাজার ১৯৩ নমুনা পরীক্ষায় ৯২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৫৩২ জন নগরের এবং ৩৯৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

একইসময়ে মারা গেছেন ১১ জন করোনা রোগী। এরমধ্যে নগরের ৬ জন ও উপজেলার ৫ জন।

চট্টগ্রামে এ নিয়ে মৃত্যু হয়েছে ৯৭৩ জন করোনা আক্রান্ত রোগীর। অন্যদিকে এখন পর্যন্ত চট্টগ্রামের মোট ৮২ হাজার ৮৮৬ নমুনায় করোনা শনাক্ত হয়েছে।

আরও পড়ুন: হঠাৎ আলোচনায় ‘মিশ্র বিধিনিষেধ’

রোববার সিভিল সার্জন কার্যালয় আরও জানায়, আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩২৫ নমুনা পরীক্ষায় ১৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

বিআইটিআইডি ল্যাবে ৭৬০ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় ৭৩ জনের।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৪১৩ নমুনা পরীক্ষায় ১২৮ জন, এন্টিজেন টেস্টে ১ হাজার ৭৩ নমুনা পরীক্ষায় ৩৩২ জন, শেভরনে ৩৩০ নমুনা পরীক্ষায় ৮৪ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৫২ নমুনা পরীক্ষায় ২৪ জন, জেনারেল হাসপাতালের আরটিআরএল ল্যাবে ৩৫ নমুনা পরীক্ষায় ১৪ জন, মেডিকেল সেন্টারে ৬০ নমুনা পরীক্ষায় ৩২ জন ও এপিক হেলথ কেয়ারে ১২৫ নমুনা পরীক্ষায় ৬৪ জনের করোনা শনাক্ত হয়।

এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে এদিন চট্টগ্রামের ২০টি নমুনা পরীক্ষা করা হয়। তাতে কারও করোনা মেলেনি।

সর্বশেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা শনাক্তদের মধ্যে লোহাগাড়ার ৮ জন, সাতকানিয়ার ৩০ জন, বাঁশখালীর ১০ জন, আনোয়ারার ১ জন, চন্দনাইশের ৪৫ জন, পটিয়ার ৪৯ জন, বোয়ালখালীর ১৭ জন, রাঙ্গুনিয়ার ৩ জন, রাউজানের ৬৪ জন, ফটিকছড়ির ২২ জন, হাটহাজারীর ১০৩ জন, সীতাকুণ্ডের ৯ জন, মিরসরাইয়ের ১০ জন ও সন্দ্বীপের বাসিন্দা রয়েছেন ২৪ জন।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্তের খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর

জেডএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!