করোনা : চট্টগ্রামে টানা ৩ দিন অভিন্ন শনাক্ত

চট্টগ্রামে টানা তিনদিন ধরে করোনা রোগীতে একই সংখ্যা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৮ জনের। এর আগের দুদিনও চট্টগ্রামে ৮ জন করে করোনা রোগী শনাক্ত হয়েছিল।

সর্বশেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত সবাই নগরের বাসিন্দা। এ সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।

এদিকে টানা তিনদিন ৮ জন করে করোনা শনাক্ত হয়েছে। গত সোমবার, মঙ্গলবার ও বুধবার যথাক্রমে ৮ জনের করোনা শনাক্ত হয়েছিল। তবে ওই সময়ে নমুনা পরীক্ষার সংখ্যায় ভিন্নতা রয়েছে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। এদিন ১১ ল্যাবে ১৫৮ নমুনা পরীক্ষা করা হয়।

এখন পর্যন্ত চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৮ হাজার ৬৪৮ জন। এর মধ্যে ৯৩ হাজার ৭৭২ জন নগরের এবং ৩৪ হাজার ৮৭৬ জন উপজেলার। এ পর্যন্ত মৃত্যু ১ হাজার ৩৬৭। এর মধ্যে নগরে ৭৩৭ জন এবং উপজেলায় ৬৩০ জন।

এসআই/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!