করোনা—চট্টগ্রামে ‘ইকোনমিক জোনে’ ৭ দিনে ২ ভারতীয় নাগরিকের মৃত্যু

এবার মিরসরাই ইকোনমিক জোনে ভারতীয়দের মধ্যে করোনা ছড়িয়ে পড়েছে। এক সপ্তাহের মধ্যেই মারা গেছেন দুই ভারতীয় নাগরিক।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মারা যাওয়া দুই ভারতীয় সাগর থেকে বালু উত্তোলনের কাজে নিয়োজিত ছিলেন। তারা আদানী নামে ভারতীয় একটি উন্নয়ন প্রজেক্টের কর্মী। এখানে আরও কয়েজন ভারতীয় করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

সূত্র আরও জানায়, নগরের পাচঁলাইশ ডেলটা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন করোনা আক্রান্ত ভারতীয় নাগরিক মো. আবুল হোসেন (৪৫)। রোববার (৮ আগস্ট) বিকেল ৪টার দিকে তিনি মারা যান।

আবুল হোসেনের মরদেহ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে রয়েছে। তার মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

আবুল হোসেনের পাসপোর্ট নং ২৭৭৪১৪৫। করোনা আক্রান্ত হয়ে তিনি ২৩ জুলাই ডেলটা হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

এ ব্যাপারে জানতে চাইলে ডেলটা হাসপাতালের ম্যানেজার কামরুল হাসান আলোকিত চট্টগ্রামকে বলেন, করোনা আক্রান্ত হয়ে মো. আবুল হোসেন নামে এক ভারতীয় নাগরিক মারা গেছেন। বর্তমানে তার মরদেহ চমেক হাসপাতাল মর্গে রয়েছে।

এর আগে সোমবার (২ আগস্ট) করোনা আক্রান্ত হয়ে আরো এক ভারতীয় নাগরিক মারা যান বলে খবর পাওয়া গেছে। করোনা আক্রান্ত হয়েছেন আরো কয়েকজন ভারতীয় নাগরিক।

যোগাযোগ করা হলে ভারতীয় সহকারী হাই কমিশনার অনিন্দ্য ব্যানার্জি আলোকিত চট্টগ্রামকে বলেন, রোববার একজন ভারতীয় মারা গেছেন বলে শুনেছি। তবে তিনি করোনা উপসর্গ নিয়ে, নাকি করোনায় মারা গেছেন এটি নিশ্চিত নই। কয়েকদিন আগেও ওই এলাকায় আরো একজন ভারতীয় নাগরিক করোনায় মারা গেছেন বলে শুনেছি।

সিএম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!