করোনা : ‘ওমিক্রন’ আঘাতের দ্বিতীয় দিনে চট্টগ্রামে দ্বিগুণ আক্রান্ত

বাংলাদেশে ঢুকে গেছে করোনার ভয়ঙ্কর ভ্যারিয়েন্ট ওমিক্রন। দেশে ওমিক্রন আঘাতের দ্বিতীয় দিনেই চট্টগ্রামে করোনা আক্রান্ত দ্বিগুণ হয়েছে।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৬ জনের। অথচ আগের দিন আক্রান্ত হয়েছিলেন ৩ জন। অর্থাৎ একদিনের ব্যবধানে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো দ্বিগুণ! তবে মৃত্যুহীন আরও একটা দিন পেল চট্টগ্রাম। গত কয়েকদিনের ধারাবাহিকতায় চট্টগ্রামে গত ২৪ ঘণ্টাও ছিল মৃত্যুশূন্য।

সোমবার (১৩ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, রোববার চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ১ হাজার ৪৬৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক পাঁচ শতাংশ।

আরও পড়ুন: ‘ভয়ঙ্কর’ ওমিক্রন আঘাতের প্রথম দিনেই চট্টগ্রামে করোনার হ্যাটট্রিক

শনাক্তদের মধ্যে ৪ জন নগরের, ১ জন পটিয়া এবং ১ জন মিরসরাই উপজেলার বাসিন্দা। সর্বশেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৪ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১ জন এবং ইপিক হেলথ কেয়ার ল্যাবে ১ জনের করোনা শনাক্ত হয়।

সবমিলিয়ে চট্টগ্রামে করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ লাখ ২ হাজার ৪৬৬ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১ হাজার ৩৩১ জনের।

এসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!