করোনায় মৃত্যু ২৫০০০ ছাড়াল বাংলাদেশ

দেশে করোনায় মৃত্যুর সংখ্যা ২৫ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১৪৫ জন। সবমিলিয়ে মারা গেছেন ২৫ হাজার ২৩ জন।

শুক্রবার (২০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে ২৪ ঘণ্টায় নতুন করে ৫ হাজার ৯৯৩ জনের দেহে করোনার জীবাণু শনাক্তের কথা জানানো হয়। এছাড়া এদিন সুস্থ হয়েছেন ১০ হাজার ৫৭৪ জন। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৭.১৮ শতাংশ।

পরিসংখ্যান অনুসারে করোনায় গত এক মাসে মারা গেছেন ৬ হাজার ৬৯৮ জন। ২০ জুলাই মৃত্যুর সংখ্যা ছিল ১৮ হাজার ৩২৫ জন। সেই সংখ্যা ২০ আগস্ট আসতেই ২৫ হাজার ছাড়িয়ে গেছে।

আরও পড়ুন: চট্টগ্রামে করোনা: শহরের ৪ গুণ বেশি মৃত্যু গ্রামে

২৫ জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত মৃত্যুর সংখ্যা ২০০-এর ওপরে ছিল। ১৩ আগস্ট থেকে তা ২০০-এর নিচে নেমে আসে।

গত এক সপ্তাহে শনাক্তের সংখ্যাও কমে এসেছে। ১২ আগস্টের পর থেকে শনাক্তের সংখ্যা ১০ হাজারের নিচে নেমে এসেছে। গত এক মাসে ৩ লাখ ২৪ হাজার ৩১৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। ২০ জুলাই এ সংখ্যা ছিল ১১ লাখ ২৮ হাজার ৮৮৯ জন। ২০ আগস্ট সেই সংখ্যা ১৪ লাখ ৫৩ হাজার ২০৩ জনে গিয়ে ঠেকেছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বাংলাদেশে এখনো পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ৫৩ হাজার ২০৩ জন। মৃত্যু হয়েছে ২৫ হাজার ২৩ জনের। সুস্থ হয়েছেন ১৩ লাখ ৪৭ হাজার ৭৫৫ জন। তবে এখনো পর্যন্ত ৮০ হাজার ৪২৫ জন রোগী হাসপাতাল ও বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। বিশ্বে আক্রান্তের তালিকায় বাংলাদেশের অবস্থান ২৭।

আরও পড়ুন: করোনার টিকা—ইনজেকশন পুশ ছাড়াই কার্যকর শতভাগ!

বিশ্বে এখনো পর্যন্ত ২১ কোটি ১০ লাখ ৩৫ হাজার ১৫৭ জন মানুষের শরীরের করোনা আক্রমণ করেছে। সুস্থ হয়েছেন ১৮ কোটি ৮৯ লাখ ৫০ হাজার ২৪৯ জন। মারা গেছেন ৪৪ লাখ ২১ হাজার ৩৭৩ জন। ১ কোটি ৭৬ লাখ ৬৩ হাজার ৫৩৫ জন চিকিৎসাধীন আছেন। এ তালিকার শীর্ষে অবস্থান করছে আমেরিকা।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!