করোনায় মারা গেলেন সাংবাদিক দিদারুল আলম

বাংলাদেশ প্রতিদিন চট্টগ্রাম অফিসের আলোকচিত্র সাংবাদিক দিদারুল আলম (৫০) আর নেই।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বুধবার (১৮ আগস্ট) রাত ১১টায় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেললে তাঁকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। ২৮ দিন আগে তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন। এরপর কিছুটা সেরে উঠেছিলেন।‌ সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে চমেক হাসপাতালের আইসিউতে হাইফ্লো ন্যাজল ক্যানোলা দেওয়া হয়।

তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক নির্বাহী সদস্য, চট্টগ্রাম ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন।

দিদারুল আলমের প্রথম জানাজা সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এবং দ্বিতীয় জানাজা রাত ১১টায় নিজ বাড়ি হাটহাজারী মেখলে অনুষ্ঠিত হবে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

‌তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজামসহ সকল সাংবাদিক সহকর্মী।

সিএম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!