কঠোর লকডাউনে নতুন সিদ্ধান্ত

সোমবার (২৮ জুন) থেকে দেশজুড়ে শুরু হচ্ছে কঠোর লকডাউন। শুক্রবার (২৫ জুন) রাতে এ ঘোষণা দেওয়া হয়। তবে কঠোর এ লকডাউনে এসেছে নতুন আরেক সিদ্ধান্ত।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী— কঠোর লকডাউনেও খোলা রাখা হবে হিসাব সংক্রান্ত সরকারি প্রতিষ্ঠান। অর্থবছর শেষ হওয়ায় জাতীয় রাজস্ব বোর্ডসহ হিসাব সংক্রান্ত কিছু অফিস সীমিত পরিসরে খোলা রাখা হবে।

এ ব্যাপারে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, অর্থবছর শেষ হওয়ায় কিছু অফিস খোলা থাকবে। সীমিত পরিসরে খোলা থাকবে অ্যাকাউন্ট সেকশন, এনবিআর রিলেটেড অফিসগুলো।

করোনা সংক্রমণ রোধে সোমবার থেকে কঠোর লকডাউনে যাচ্ছে সরকার। ঘোষণা দেওয়া হয়েছে— জরুরি সেবা ছাড়া সবকিছু বন্ধ রাখার।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!