কক্সবাজার স্টুডেন্ট ফোরাম চুয়েট শাখার সভাপতি হলেন জাহেদুল, সাধারণ সম্পাদক তুরিন

কক্সবাজার স্টুডেন্ট ফোরাম চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) শাখার কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (১৪ জুলাই) বিকালে ভার্চুয়াল ভিডিও কনফারেন্সে ২০২০-২০২১ কার্যকরী কমিটির নাম ঘোষণা করেন সংগঠনটির সদ্য বিদায়ী সভাপতি আতাহার মাসুম তারিফ।

কমিটিতে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ছাত্র মীর মো. জাহেদুল ইসলামকে সভাপতি এবং ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ছাত্র হুসনুর রহমান তুরিনকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ফয়জুল আবেদীন শিবলি, সাংগঠনিক সম্পাদক কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ছাত্র জাবেদ উদ্দিন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক খন্দকার ইব্রাহিম রাকিব, যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ হোসেন ইমরান, মো. শাহাদাত হোসাইন সাকিব ও সাইরা তারান্নুম টুইংকেল, কোষাধ্যক্ষ মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ছাত্র প্রতীক বড়ুয়া, যুগ্ম কোষাধ্যক্ষ মো. মুশফিক উদ্দিন, অফিস সম্পাদক সায়েদ ইমরুল ইসলাম, গণসংযোগ সম্পাদক জাকি খলিল উল্লাহ, সাংস্কৃতিক সম্পাদক মো. আকইদ জিবরান, পাঠাগার সম্পাদক জিহাদুল ইসলাম রাকিব, ক্রীড়া সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. ফয়েজ উল্লাহ।

এছাড়া কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন- সাকিব বিন ফরহাদ, মিছবাহুস সালেহীন, আব্দুল্লাহ ইমরান দিনার, কারনিজ ফাতেমা, আসমা সিরাজ, নিয়াজ উদ্দিন, তৌফিক মাহমুদ, রাগিব ইসরাক প্রিন্স, আব্দুর রহমান জিহাদ, অরিজিৎ ধর, মো. সালমান ফারুক, আব্দুল্লাহ এরশাদ, মো. সাইদুল ইসলাম, তানভির আহমেদ, তাজরিদ রাবিব ওহিন, মাহমুদ হাসান মাশুক, আসমা সাদিয়া খান, আফরা সানিয়া খান, নওশাদ হাবিব, এসরারুল হক প্রমুখ।

কক্সবাজার স্টুডেন্ট ফোরাম গঠনের পর থেকে কক্সবাজারের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার ব্যাপারে সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছে।

এএইচ/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!