কক্সবাজার থেকে মাদক নিয়ে চট্টগ্রাম যাওয়ার পথে ধরা লোহাগাড়ায়

কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে চট্টগ্রাম শহরে যাচ্ছিল মো. আবুল কালাম নামের এক মাদকপাচারকারী। কিন্তু লোহাগাড়া থানা পুলিশের চেকপোস্টে সোমবার (২৪ জানুয়ারি) আটক হয় সে। তার কাছ থেকে ২ হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক আবুল কালাম (৪৫) কক্সবাজার জেলার উখিয়ার পূর্ব মরিচ্ছা হলুদিয়া গ্রামের মৃত আবদুর রহিমের ছেলে।

আরও পড়ুন : প্রতিবন্ধীকে দিয়েও চলছে ইয়াবার বাণিজ্য!

থানা সূত্রে জানা যায়, সোমবার লোহাগাড়া থানার এসআই গোলাম কিবরিয়া ফোর্সসহ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে চেকপোস্ট স্থাপন করেন। সেখানে আবুল কালামকে তল্লাশি করে ২ হাজার ১০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান আলোকিত চট্টগ্রামকে বলেন, ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট নিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রাম শহরে যাচ্ছিল কালাম। পুলিশ তাকে তল্লাশি করে ইয়াবা উদ্ধার করে। প্রাথমিক স্বীকারোক্তিতে সে মাদকপাচারকারী চক্রের সদস্য বলে জানায়। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে তাকে।

সাত্তার/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!