কক্সবাজারে নৌকা౼স্বতন্ত্র সমানে সমান

কক্সবাজারে স্থগিত ৪ ইউনিয়নের ৫টি কেন্দ্রে পুনর্নির্বাচন হয়েছে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

জানা যায়, সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের ১টি, উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ১টি, টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ২টি এবং কুতুবদিয়া উপজেলার বড়খোপ ইউনিয়নের ১টি কেন্দ্রে ভোট নেওয়া হয়।

আরও পড়ুন: কক্সবাজার রণক্ষেত্র—নির্বাচনি সংঘর্ষে যুবক খুন, পুলিশসহ রক্তাক্ত ১০

মঙ্গলবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় কেন্দ্রের প্রিসাইডিং অফিসাররা ভোটের ফলাফল ঘোষণা করেন।

প্রিসাইডিং অফিসার ও সদর উপজেলা সমবায় অফিসার রমিজ উদ্দিন স্বাক্ষরিত ফলাফলে জানা যায়, খুরুশকুল ইউনিয়নের তৈতেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শাহজাহান সিদ্দিকী (নৌকা) পেয়েছেন ৯৮৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নুরুল আমিন (মোটর সাইকেল) পেয়েছেন ৭৮২ ভোট। এছাড়া মো. আবদুর রহিম (আনারস) পেয়েছেন ২৭ ভোট। পূর্বের ভোটসহ সবমিলিয়ে মোট ৮ হাজার ১৯৯ ভোট পেয়ে খুরুশকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শাহজাহান ছিদ্দিকী (নৌকা)।

এদিকে উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিদ্রোহী প্রার্থী ইমরুল কায়েস চৌধুরী (ঘোড়া), কুতুবদিয়া উপজেলার বড়খোপ ইউনিয়নে আবুল কালাম (নৌকা) এবং টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে নুর আহমদ আনোয়ারী। এ নিয়ে টানা চতুর্থবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হলেন নুর আহমদ আনোয়ারী।

বলরাম/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!