কক্সবাজারে গণধর্ষণ : চকরিয়া বাস স্ট্যান্ড থেকে গ্রেপ্তার মামলার তিন নম্বর আসামি

কক্সবাজারে স্বামী-সন্তানসহ বেড়াতে আসা এক নারী পর্যটককে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় এজাহারভুক্ত তিন নম্বর আসামি ইসরাফিল হুদা জয়কে (২৮) গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ভোরে চকরিয়া বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করে টুরিস্ট পুলিশ। আজ দুপুরে কক্সবাজার টুরিস্ট পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলনে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. মুসলিম উদ্দিন এ তথ্য জানান।

আরও পড়ুন: কক্সবাজারে গণধর্ষণের মূল হোতা আশিক র‍্যাবের জালে

এ মামলায় জয়সহ এ পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৬ ডিসেম্বর) রাতে ঘটনার মূল হোতা ও মামলার প্রধান আসামি আশিকুল ইসলামকে মাদারীপুর থেকে গ্রেপ্তার করে র্যাব।

গ্রেপ্তাররা হলেন- ইসরাফিল হুদা জয় (২৮), প্রধান আসামি আশিকুল ইসলাম আশিক, রেজাউল করিম শাহাবুদ্দিন (২৫), মামুনুর রশীদ (২৮), মেহেদী হাসান (২১) ও হোটেল জিয়া গেস্ট ইনের ম্যানেজার রিয়াজ উদ্দিন ছোটন।

ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. মুসলিম উদ্দিন জানান, মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ট্যুরিস্ট পুলিশ চকরিয়া থেকে ইসরাফিল হুদা জয়কে গ্রেপ্তার করে। তিনি মামলার এজাহারভুক্ত তিন নম্বর আসামি।

আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!