কক্সবাজারের ইয়াবা কর্ণফুলী আনতেই ধরা খেল ৩ যুবক

নগরের কর্ণফুলী এলাকা থেকে ১৪ হাজার ৭৬০ পিস ইয়াবাসহ তিন যুবককে আটক করেছে র‌্যাব-৭। এ সময় একটি পিকআপ জব্দ করা হয়।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদে কর্ণফুলী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আরও পড়ুন: বউ—জামাই সেজে কক্সবাজারের ইয়াবা আনছিল চট্টগ্রামে, পথেই ধরা

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো.নূরুল আবছার।

আটকরা হলেন- কক্সবাজার জেলার রামু থানার ঝুমকাটা এলাকার আব্দুল মোনাফের ছেলে মো. আব্দুস শুকুর (২৮), একই থানার আবুল বন্দর এলাকার মো.ওয়াজউদ্দিনের ছেলে মো. হামিদুল হক (২২) ও দাড়িযাদিঘি এলাকার আব্দুল মাজেদের ছেলে মো. আলমগীর (১৮)।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার আলোকিত চট্টগ্রামকে বলেন, বড় একটি ইয়াবার চালান কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে আসছে—এমন তথ্যের ভিত্তিতে কর্ণফুলী থানা এলাকায় চেকপোস্ট স্থাপন করে তিন যুবককে আটক করি। পরে তাদের তল্লাশির একপর্যায়ে জ্যাকেট ও প্যান্টের পকেট থেকে ১৪ হাজার ৭৬০ পিস ইয়াবা এবং একটি পিকআপ জব্দ করা হয়।

আরও পড়ুন: ইয়াবা বাণিজ্যে—এক মায়ের ৮ মেয়ে, কচুতেই ইয়াবা নিয়ে ধরা খেল ৩ বোন

তিনি আরও বলেন, আটকরা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে পাইকারি দামে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন প্রান্তে পাচার করছিলেন। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এএইচ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!