বাসি খাবার বেচে কোর্ট বিল্ডিংয়ের ক্রাউন হোটেল, খুলশির ৪ ফার্মেসির ওষুধে মেয়াদ নেই

নগরে ৫ প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধে ৩৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর।

রোববার (২৫ সেপ্টেম্বর) সকালে নগরের কোতোয়ালী ও খুলশী এলাকায় অভিযান পরিচালনা চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপপরিচালক মো. ফয়েজ উল্যাহ।

আরও পড়ুন : ‘ভেজাল বাণিজ্য’—এক কোম্পানির মোড়কে অন্য কোম্পানির ওষুধ

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে নগরের কোতোয়ালি থানার কোর্ট বিল্ডিং এলাকার ক্রাউন হোটেল এন্ড বিরিয়ানি হাউজকে নোংরা পরিবেশে খাদ্য তৈরি ও ফ্রিজে বাসি খাবার রাখায় ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে খুলশি থানার ওয়ারল্যাস এলাকার হাজী রুহুল আমিন স্টোরকে ৮ হাজার টাকা, নাহার ফার্মেসিকে ১৫ হাজার টাকা, হলি ফার্মেসিকে ৩ হাজার টাকা, একে ফার্মেসিকে ৩ হাজার টাকাসহ পাঁচ প্রতিষ্ঠানকে ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার, বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক দিদার হোসেন ও সহকারী পরিচালক আনিছুর রহমান।

সিএম/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!