ওমিক্রন౼সব দেশকে ডব্লিউএইচওর সতর্কবার্তা

করোনার নতুন ধরন ওমিক্রন সংক্রমণ ঠেকাতে বিশ্বের সব দেশকে সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

দেশগুলোকে স্বাস্থ্যসেবার সক্ষমতা ও টিকাদান কর্মসূচি জোরদার করতে শুক্রবার (১২ ডিসেম্বর) এ আহ্বান জানায় সংস্থাটি।

ডব্লিউিএইচওর বরাত দিয়ে রয়টার্স জানায়, ভ্রমণ নিষেধাজ্ঞা সংক্রমণ ছড়িয়ে পড়াকে সাময়িকভাবে বিলম্বিত করতে পারে। তবে এটি একমাত্র সমাধান নয়।

আরও পড়ুন : ওমিক্রন শঙ্কা౼চট্টগ্রামে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী

ডব্লিউএইচওর পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক পরিচালক তাকেশি কাসেই বলেন, সীমান্ত নিয়ন্ত্রণ করায় হয়ত সংক্রমণ ছড়িয়ে পড়তে বিলম্ব হতে পারে। তবে প্রতিটি দেশ ও কমিউনিটিকে অবশ্যই সংক্রমণ প্রতিরোধে সতর্ক থাকতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, এ ধরনটি নিজেদের নিয়ন্ত্রণে নিতে সবাইকে প্রস্তুতি নিতে হবে।

আফ্রিকার বিভিন্ন দেশের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিলেও অস্ট্রেলিয়াই হলো সর্বশেষ দেশ, যেখানে করোনার নতুন ধরনের সামাজিক সংক্রমণ ঘটার তথ্য পাওয়া গেছে। এর আগের দিন যুক্তরাষ্ট্রের পাঁচটি অঙ্গরাজ্যেও এ ভাইরাসের নমুনা পাওয়া গেছে।

এখন পর্যন্ত বিশ্বের ২৫টি দেশে ওমিক্রন ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। আর প্রথম শনাক্ত হওয়া দক্ষিণ আফ্রিকার ৭টি প্রদেশে ভাইরাসটির সন্ধান পাওয়া গেছে।

এই ভাইরাসটিতে ডব্লিউএইচও ‘উদ্বেগজনক ধরন’ হিসেবে তালিকাভুক্ত করেছে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!