এয়ার ভিসায় নিষিদ্ধ স্থলপথে ভারত ভ্রমণ, ফেরত পাঠানো হলো শত শত যাত্রীকে

ভারতের ভিসায় ‘এয়ার ভিসা’ (আকাশপথ) উল্লেখ থাকলে স্থলপথে ভ্রমণ করা যাবে না।

বেনাপোল ইমিগ্রেশনকে বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিকাল থেকে এয়ার ভিসার যাত্রীদের স্থলপথে না পাঠাতে অনুরোধ করে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন।

এছাড়া এদিন মেডিকেল ভিসায় ‘বাই এয়ার’ উল্লেখ থাকায় বেনাপোল দিয়ে ভারতে যাওয়া শত শত যাত্রীকে ফেরত দিয়েছে পেট্রাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

আরও পড়ুুন : ১৯ মাস পর ভারতে পর্যটন ভিসা চালু

পেট্রাপোল ইমিগ্রেশন সূত্রে জানা যায়, এ বিষয়ে বৃহস্পতিবার বিকালে ভারতের রাজধানী দিল্লি থেকে চিঠি পাঠানো হয়। তাতে বলা হয়-  এখন থেকে ভিসায় ‘বাই এয়ার’ উল্লেখ থাকলে কাউকে স্থলপথে প্রবেশ করতে দেওয়া হবে না।

বেনাপোলে ইমিগ্রেশন সূত্রে জানা যায়, করোনায় মানবিক কারণে বিমানপথের যা্রতীদের স্থলপথ দিয়ে ঢুকতে দিচ্ছিল পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ। কিন্তু এখন থেকে তারা বিমানপথের যাত্রীদের স্থলপথে না পাঠাতে অনুরোধ করেছেন।

এদিকে হঠাৎ এমন সিদ্ধান্তে বেকায়দায় পড়েছেন অনেক যাত্রী। করোনার পর থেকে মানবিক দিক বিবেচনা করে দুদেশের ইমিগ্রেশন কর্তৃপক্ষ বিমানপথের যাত্রীদর স্থলপথ দিয়ে প্রবেশ করতে দিচ্ছিল। কিন্তু বৃহস্পতিবার থেকে তা বন্ধ করে দেওয়ায় অনেক যাত্রীকে ভোগান্তি পোহাতে হয়েছে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!