এসএসসি পাস—তবু তিনি এমবিবিএস ডাক্তার, ধরা পড়ার পরও মোহ ছাড়েননি

শিক্ষাজীবনে উচ্চ মাধ্যমিকের গণ্ডি পার হতে পারেননি। অথচ তার নামের আগে রয়েছে এমবিবিএস, এমডি, চক্ষু বিশেষজ্ঞসহ বড় বড় সব ডিগ্রি । মডার্ন ডায়াগনস্টিক সেন্টার নামে চেম্বার খুলে করছিলেন চিকিৎসার নামে প্রতারণা। অবশেষে সেই ভুয়া চিকিৎসককে আটক করেছে র‌্যাব-৭

শুক্রবার (১৬জুন) নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি হাটহাজারী থানার চিকনদন্ডী ইউনিয়নের জহরলাল নাথের ছেলে সঞ্জয় কুমার নাথ (৪৮)।

আরও পড়ুন: এমবিবিএস নন—তবু তিনি বিশেষজ্ঞ, রয়েছে বড় বড় ডিগ্রিও

র‌্যাব সূত্রে জানা যায়, শিক্ষাজীবনে এসএসসি পাস করে চিকিৎসাবিদ্যা নিয়ে প্রতারণায় নেমে পড়েন সঞ্জয় কুমার নাথ। ১৬ বছর ধরে চট্টগ্রামের বিভিন্ন স্থানে চেম্বার খুলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। কয়েক বছর আগে তিনি রাঙ্গুনিয়া এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের হাতে ধরাও পড়েন। কিন্তু এরপরও বন্ধ হয়নি প্রতারণা।

এ বিষয়ে র‌্যাব-৭ এরসিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানান, চান্দগাঁও থানার পুলিশ বক্সের পেছনে হক ম্যানসনে ‘মডার্ন ডায়াগনস্টিক সেন্টার’ নামে চেম্বার খুলে গরিব ও নিরীহ রোগীদের সঙ্গে চিকিৎসার নামে প্রতারণা করে আসছিল ভুয়া চিকিৎসক সঞ্জয় কুমার নাথ । গোপন সংবাদে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়।

সিএম/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!