এলো দেড় লাখ করোনার টিকা, একের পর এক চালান আসছে চট্টগ্রামে

চট্টগ্রাম এসে পৌঁছেছে দেড় লক্ষাধিক টিকা। সাত দিনের ব্যবধানে আরও ১ লাখ ৫৩ হাজার ৮০০ ডোজ টিকা এলো চট্টগ্রামে।

শনিবার (২১ আগস্ট) সকালে এসব ভ্যাকসিন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছায়।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, নতুন আসা ভ্যাকসিনের মধ্যে সিনোফার্মের ১ লাখ ২৩ হাজার ৬০০ ডোজ ও মর্ডানার ৩০ হাজার ২০০ ডোজ রয়েছে।

আরও পড়ুন: সুখবর: মডার্না ও সিনোফার্মার আরও ৭২ হাজার ভ্যাকসিন চট্টগ্রামে আসছে কাল

এর আগে শনিবার রাতে চট্টগ্রামে এসেছিল ৩ লাখ ৩৫ হাজার ২৮০ ডোজ ভ্যাকসিন। এরমধ্যে মর্ডানার ১ লাখ ৩৬ হাজার ৮০ ডোজ এবং সিনোফার্মের ১ লাখ ৯৯ হাজার ২০০ ডোজ ভ্যাকসিন ছিল।

জানা যায়, চট্টগ্রামে ১০ লক্ষাধিক মানুষ টিকার নিবন্ধন করলেও বেশিরভাগ মানুষ এখনো এসএমএস পাননি।

আরও পড়ুন: করোনা থেকে সারাজীবন সুরক্ষা দিবে যে ভ্যাকসিন

প্রসঙ্গত, টিকার মজুদ শেষ হওয়ায় গত ১২ আগস্ট থেকে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ ছাড়া চট্টগ্রামে মডার্না ও সিনোফার্মের প্রথম ডোজের টিকা কার্যক্রম বন্ধ রেখেছিল স্বাস্থ্যবিভাগ। এরপর টিকা আসার পর আবার ১৬ আগস্ট থেকে পুনরায় কার্যক্রম শুরু হয়।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!