এমবিবিএস নয়, এসএসসি পাসের ‘সার্জন’—করেন জটিল অপারেশনও

শিক্ষাগত জীবনে এইচএসসির গণ্ডি পার করেননি। কিন্তু তিনি বন্দর এলাকার নামকরা ‘সার্জন’, ডাক্তার মো. জালাল হোসেন (৩৪)।

সাত বছর ধরে তিনি জটিল ও কঠিন রোগের চিকিৎসাসহ সব ধরনের অস্ত্রোপচার করে আসছেন। সেই প্রতারক অবশেষে ধরা পড়লেন র‍্যাবের হাতে।

আরও পড়ুন : ‘ভুয়া এনএসআই’ কর্মকর্তাকে ধরল পুলিশ

আটক জালাল বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার বারইখালী ইউনিয়নের রুহুল আমিন হাওলাদারের ছেলে।

সোমবার (৩১ জানুয়ারি) অভিযান চালিয়ে বন্দর থানাধীন কলসীদীঘির পূর্বপাড় এলাকা থেকে তাকে আটক করে র‌্যাব-৭।

বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৭’র সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া মো. নুরুল আবছার।

আরও পড়ুন : ভুল অপারেশন—জামিন নিলেন সেই ডাক্তার

র‌্যাব-৭ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নগরের বন্দর থানাধীন কলসিদীঘির পূর্বপাড় আর কে ড্রাগ হাউস ফার্মেসি থেকে জালাল হোসেন নামের এক ভুয়া ডাক্তারকে আটক করা হয়। এ সময় ভুয়া প্যাড, চিকিৎসা ও অপারেশনের সরঞ্জাম জব্দ করা হয়। আটক ভুয়া চিকিৎসককে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

সিএম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!