এমবিবিএস নন—তবু তিনি বিশেষজ্ঞ, রয়েছে বড় বড় ডিগ্রিও

এমবিবিএস পাস নন। কিন্তু হোমিওপ্যাথি ও এলোপ্যাথিসহ সব রোগের বিশেষজ্ঞ ‘চিকিৎসক’ তিনি। নামের পাশে রয়েছে বড় বড় সব ডিগ্রি। তাঁর কাছে গেলেই মিলে সর্ব রোগের ওষুধ। অবশেষে সেই বিশেষজ্ঞ চিকিৎসক আটক হয়েছে প্রতারণার অভিযোগে।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাতে ইপিজেড থানার হালিশহর এলাকা থেকে তাঁকে আটক করে র‌্যাব-৭।

আরও পড়ুন: কলেজে না গিয়েও তিনি এমবিবিএস ডাক্তার, চিকিৎসা দেন জটিল রোগের

বুধবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো.নূরুল আবছার।

আটক মেঘনাদ নাথ প্রদীপ (৩৯) সন্দ্বীপ থানার হারামিয়া এলাকার সুধীর চন্দ্র নাথের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার আলোকিত চট্টগ্রামকে বলেন, হালিশহর এলাকার ‘নিউ প্যারাডাইস’ নামে একটি দোকানে ভুয়া প্যাড তৈরি করে হোমিওপ্যাথি ও এলোপ্যাথি চিকিৎসা দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছিলেন প্রদীপ। এমন অভিযোগে অভিযান চালিয়ে তাকে আটক করি। পরে দোকানে তল্লাশি করে বিভিন্ন ডাক্তারি সরঞ্জাম জব্দ করা হয়।

আরও পড়ুন: এমবিবিএস নয়, এসএসসি পাসের ‘সার্জন’—করেন জটিল অপারেশনও

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে প্যাডে বিভিন্ন ভুয়া ডিগ্রি ব্যবহার করে মানুষের জটিল রোগের চিকিৎসা দেওয়ার কথা স্বীকার করেছেন প্রদীপ। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এএইচ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!