এবার ধরা খেল মাদারবাড়ির ব্লু-বেরী ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি

নগরের পশ্চিম মাদারবাড়ি যুগিচাঁদ মসজিদ লেইন এলাকার ব্লু-বেরী ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশ ও মেয়াদহীন পণ্য সংরক্ষণ এবং বেকারি কর্মীদের হেলথ ফিটনেস না থাকায় এই জরিমানা করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৮ আগস্ট) চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

আরও পড়ুন: পাহাড়তলী বাজারে চাল নিয়ে চালবাজি করতে গিয়ে ধরা খেল ৩ ব্যবসায়ী

বিষয়টি নিশ্চিত করেছেন চসিকের জনসংযোগ কর্মকর্তা আবুল কালাম চৌধুরী।

তিনি বলেন, ব্লু-বেরী ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিতে মেয়াদবিহীন পণ্য সংরক্ষণ, অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশ এবং কর্মীদের হেলথ ফিটনেস সার্টিফিকেট না থাকায় প্রতিষ্ঠানের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহায়তা করে।

এনইউএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!