এবার চসিকের সামনেও করোনা প্রতিরোধক বুথ

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) কার্যালয়ের প্রবেশমুখে বসলো করোনা প্রতিরোধক বুথ। মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বৃহস্পতিবার (২০ মে) সকাল ১১টায় বুথটি উদ্বোধন করেন।

মেয়র বলেন, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় জনসাধারণকে সচেতন ও সুরক্ষিত রাখতে নগরীর ৪১টি ওয়ার্ডের জনগুরুত্বপূর্ণ স্থানগুলোতে করোনা প্রতিরোধক বুথ স্থাপন করে বিনামূল্যে সেবা প্রদান করা হবে। করোনার ভারতীয় ধরণ উদ্বেগ বাড়িয়েছে। তবে এতে আতঙ্কিত না হয়ে পরিস্থিতি সামাল দেয়ার উপায় বের করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, কাউন্সিলর অধ্যাপক ড. নিছার উদ্দিন আহমদ মঞ্জু, হাসান মুরাদ বিপ্লব, আবুল হাসনাত বেলাল, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর তসলিমা নূরজাহান রুবি, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, সাবেক ছাত্রনেতা শিবু প্রসাদ চৌধুরী এবং এসএম কুতুব উদ্দীন।

ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!