এবারও সীমিত পরিসরে মোহছেন আউলিয়ার ওরশ

করোনার কারণে গত বছরের মতো এ বছরও সীমিত পরিসরে কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই উদযাপিত হবে হযরত শাহ মোহছেন আউলিয়ার (রহ.) বার্ষিক ওরশ।

আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের রুস্তমহাট এলাকায় মাজারে স্বাস্থ্যবিধি মেনে জেয়ারত, খতমে কোরআন ও মিলাদ মাহফিল করার ব্যবস্থা করেছে মাজার পরিচালনা কমিটি।

রোববার (২০ জুন) অনুষ্ঠিত হবে ওরশ।

তবে এবার মাজার সংরক্ষিত এলাকায় কোনো ধরনের পশু জবাই করা যাবে না। শনিবার (১৯ জুন) এমন সিদ্ধান্তের কথা জানান মাজার পরিচালনা কমিটির যুগ্ম মতোয়াল্লী মাস্টার এসএম জহিরুল ইসলাম।

তিনি আরো বলেন, শুধুমাত্র স্বাস্থ্যবিধি মেনে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল এবং মোনাজাতের মধ্যদিয়ে ওরশ উদযাপন করা হবে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে।

এ সময় এসএম ফজলুল করিম, এসএম মঞ্জুরুল ইসলাম, এসএম আইয়ূব নূরী বাবুল, এসএম হাবিবুর রহমান, এসএম মনছুর ও এসএম আনিস উপস্থিত ছিলেন।

প্রচলিত আছে, আরব দেশ হতে বার আউলিয়ার মামা অন্যতম অলি হযরত বদর আউলিয়ার সঙ্গে হযরত শাহ মোহছেন আউলিয়া (রহ.) সাগরপথে পাথরকে তরী বানিয়ে চট্টগ্রাম এসেছিলেন।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!