‘এপিক প্রপার্টিজ’ চকবাজারে পাহাড় কেটে সর্বনাশ, হাজতে গেল ৪ লোক

নগরের চকবাজার এলাকার পার্সিভিল হিলের পাহাড় কাটার দায়ে এপিক প্রপার্টিজ লিমিটেডের চার শ্রমিককে আটক করেছে পুলিশ।

শনিবার (১৭ জুলাই) বিকাল ৩টার দিকে খবর পেয়ে তাদের গ্রেফতার করে চকবাজার থানা পুলিশ।

অভিযোগকারী মো. আবদুল গাফফার চৌধুরী আলোকিত চট্টগ্রামকে বলেন, আমি দেবপাহাড় আবাসিক এলাকার বাসিন্দা। আমাদের ভবনের পাশে পার্সিভিল হিল অবস্থিত। সেখানে পরিবেশ আইন অমান্য করে ডেভেলপার প্রতিষ্ঠান এপিক প্রপার্টিজ লিমিটেড ‘এপিক ভুঁইয়া ইম্পেরিয়াম’ নামে ১২ তলা ভবন নির্মাণের জন্য কাজ শুরু করে।  আমি পরিবেশ অধিদপ্তরের পরিচালকের কাছে অভিযোগ করে ছিলাম। সে ভবন আসলে পরিবেশ আইন মেনে করা হচ্ছে কিনা তা অভিযোগে উল্লেখ করেছি। হইতো আমার অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে।

এএইচ/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!