ঈদের নগর—এদিকে সুনসান, ওদিকে লোকারণ্য

কঠোর লকডাউনের ঈদের ছুটিতে নগরে দেখা গেছে ভিন্ন চিত্র। এক বিনোদনকেন্দ্র যখন সুনসান, অন্য বিনোদনকেন্দ্রে তখন মানুষের মেলা।

শনিবার (১৫ মে) নগরের অন্যতম বিনোদনকেন্দ্র ফয়’স লেকে গিয়ে দেখা যায় নীরবতা। কোথাও কোনো দর্শনার্থী নেই। প্রতিবছর ঈদের ছুটিতে কনকর্ড অ্যামিউজমেন্ট পার্কে কাউন্টারের সামনে মানুষের যে দীর্ঘ সারি দেখা যেত তা-ও নেই। বন্ধ কাউন্টারের সামনে ঝুলছে করোনার ‘সতর্কবার্তা’।

একই চিত্র এর বিপরীতে থাকা চট্টগ্রাম চিড়িয়াখানার। বাঘ মামাকে’দেখাতে শিশুসন্তানকে নিয়ে চিড়িয়াখানায় আসেননি কোনো অভিভাবক। কারণ লকডাউনের কারণে যে বন্ধ চিড়িয়াখানার প্রবেশদ্বার!

কঠোর লকডাউনে ফয়’স লেক চিড়িয়াখানায় যখন নীরবতা, ঠিক এর বিপরীত অবস্থা পতেঙ্গা সমুদ্রসৈকতে।

রোববার (১৬ মে) বিকেলে পতেঙ্গা সমুদ্রসৈকতে যেন বসেছিল মানুষের মেলা। পুরো সৈকতজুড়ে শুধু মানুষ আর মানুষ। স্বাস্থ্যবিধি পালন দূরে থাকুক, এখানে যেন চলছিল স্বাস্থ্যবিধি ভাঙার প্রতিযোগিতা।

সমুদ্রদর্শনে আসা পর্যটকের বেশিরভাগেরই মুখে ছিল না মাস্ক। তিন ফুট দূরত্ব দূরের কথা, একজন চলছিল অন্যজনের গা ঘেঁষে!

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!