ঈদুল আজহা: দেশে পরশু হলেও চট্টগ্রামের ৬০ গ্রামে কাল

চট্টগ্রামের ৬০ গ্রামে পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হবে আগামীকাল মঙ্গলবার। প্রতিবছর আরব দেশগুলোর সঙ্গে মিল রেখে এই উৎসব পালন করা হয়।

জানা গেছে, বোয়ালখালী, হাটহাজারী, সন্দ্বীপ, ফটিকছড়ি, আলীকদম, নাইক্ষ্যংছড়ি, কক্সবাজার, টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়ার বেশ কয়েকটি গ্রামে মঙ্গলবার ঈদ উদযাপন করা হবে।

এছাড়া সাতকানিয়া উপজেলার মির্জাখীল, সোনাকানিয়া, গারাঙ্গিয়া, চরতী, বাজালিয়া, ছদাহা, কেওচিয়া ও গাটিয়াডাঙ্গা; লোহাগাড়া উপজেলার কলাউজান, বড়হাতিয়া, পুটিবিলা, চরম্বা ও চুনতি; বাঁশখালী উপজেলার জালিয়াপাড়া, ছনুয়া, মক্ষিরচর, চাম্বল, শেখেরখীল, ডোংরা, তৈলারদ্বীপ ও কালিপুর; পটিয়া উপজেলার হাইদগাঁও, বাহুলী ও ভেল্লাপাড়াসহ ৬০ গ্রামের প্রায় অর্ধলক্ষাধিক মানুষ ঈদ উদযাপন করবেন।

মঙ্গলবার সকালে এসব গ্রামে ঈদের নামাজ শেষে পশু কোরবানি দেওয়া হবে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!