‘ইয়াবা বাণিজ্যে’ পিতা-পুত্র, সঙ্গে মেয়ের জামাইও

পরিবারের দুই ছেলে ও মেয়ের জামাইকে নিয়ে ইয়াবা ব্যবসা করেন মো. জোবাইর ওরফে জুবাইর (৫৫)। গ্রাহকের চাহিদা অনুসারে কক্সবাজার থেকে ইয়াবা কম দামে কিনে জামালখান শরীফ কলোনি বাসায় বসেই পরিচালনা করেন এই ব্যবসা।

কিন্তু শেষ পর্যন্ত শুক্রবার (২৫ জুন) রাতে পুলিশ ওই বাসায় হানা দিলে দুই ছেলে ও মেয়ের জামাইসহ আটক হন জুবাইর। এ সময় একজন ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে বলে জানা গেছে।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই তোফাজ্জল হোছাইন সঙ্গীয় ফোর্স নিয়ে শরীফ কলোনির একটি বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় অভিযান চালায়। এ সময় জুবাইরসহ তার দুই ছেলে মো. ফারেছ (২৬) ও মালেক (২৪) এবং মেয়ের জামাই নিয়াজ মোর্শেদকে (২৮) আটক করে। নিয়াজের বাড়ি টেকনাফের জালিয়াপাড়া ৮ নম্বর ওয়ার্ডে।
এদিকে তাদের কাছ থেকে ৩৩০০ পিস ইয়াবা ও নগদ ২ লাখ টাকা উদ্ধার করা হয়। এর আগেও মালেকের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মাদকদ্রব্য আইনে মামলা আছে। আবার এ ঘটনায় এসআই তোফাজ্জল বাদি হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছে।

ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!