ইভ টিজিং করে ১ বছর জেলে থাকতে হবে যুবককে

রাউজানে ইভ টিজিং ও শ্লীলতাহানির অপরাধে মো. আবু হানিফ চৌধুরী (৪৩) নামের এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৪ জুন) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতিশ দর্শী চাকমা এ দণ্ড দেন।

সাজাপ্রাপ্ত আবু হানিফ উপজেলার পাঁচখাইন গ্রামের চৌধুরী বাড়ির সিদ্দিক চৌধুরী ছেলে।

আরও পড়ুন: স্কুলছাত্রীকে ইভটিজিং করতে গিয়ে ধরা খেল যুবক

স্থানীয় সূত্রে জানা গেছে,পাঁচখাইন গ্রামের বটতলীতে শিশু শিক্ষার্থীসহ ৩ নারীকে উত্ত্যক্ত করেন হানিফ চৌধুরী। তাৎক্ষনিক বিষয়টি ইউপি চেয়ারম্যান ভূপেশ বড়ুয়াকে জানান এলাকার লোকজন। হানিফকে ঘটনাস্থলে থেকে ধরে পুলিশের হাতে তুলে দেন চেয়ারম্যান।

পরে পুলিশ তাকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতিশ দর্শী চাকমার কাছে সোপর্দ করেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতিশ দর্শী চাকমা আলোকিত চট্টগ্রামকে বলেন, অপরাধ স্বীকার করায় হানিফকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

শফি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!