ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত, হাই অ্যালার্ট জারি

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চল। দেশটির মালাকু প্রদেশের বরত দায়া দ্বীপপুঞ্জে ৭.৩ মাত্রার এ ভূমিকম্প বৃহস্পতিবার সকালে আঘাত হানে।

ভূমিকম্পটির গভীরতা ছিল ২০০ কিলোমিটার। ভূমিকম্পের পর ই দ্বীপপুঞ্জে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। তবে আশপাশের দ্বীপগুলোতে সুনামি সতর্কতা জারি করা হয়নি।

শক্তিশালী ভূমিকম্প হলেও কোনো হতাহতের খবর দেয়নি দেশটির সংবাদমাধ্যম। এর আগে ১৪ ডিসেম্বর একই মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল দেশটির পূর্বাঞ্চলে।

আরও পড়ুন: তিনদিনের ব্যবধানে ৩ ভূমিকম্পে চট্টগ্রামে শঙ্কা

তখন সুনামি সতর্কতা জারি করা হয়। সেসময়ও কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

দেশটির ইতিহাসে ভূমিকম্পে সবচেয়ে ভয়াবহ প্রাণহানির ঘটনা ঘটে ২০০৪ সালে। সেবার ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ৯ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

এর পরপরই ভয়াবহ সুনামি আছড়ে পড়ে। সুনামিতে ওই অঞ্চলে দুই লাখ ২০ হাজার মানুষ প্রাণ হারায়।

এসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!