রমজানে ৯ হাজার দুস্থের পাশে যুবলীগের ইঞ্জিনিয়ার মহিউদ্দীন

রমজানজুড়ে দুস্থ-অসহায় মানুষের পাশে রয়েছেন চট্টগ্রাম মহানগর যুবলীগের ইঞ্জিনিয়ার আবু মোহাম্মদ মহিউদ্দীন। এ পর্যন্ত তিনি প্রায় ৯ হাজার অসহায় রোজাদার ও দুস্থ পথচারীর মাঝে বিতরণ করেছেন ইফতার ও ইফতারসামগ্রী। আবার কয়েকটি স্থানে বিতরণ করেছেন রান্না করা খাবারও। নগরের পাঁচলাইশ, বায়েজিদ থেকে খুলশী, বাকলিয়া, কোতোয়ালী— সব থানা এলাকায় পৌঁছেছে মহিউদ্দীনের ইফতারসামগ্রী।

আরও পড়ুন: স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে যুবনেতা মহিউদ্দীনের নেতৃত্বে বর্ণিল শোভাযাত্রা

ইঞ্জিনিয়ার আবু মোহাম্মদ মহিউদ্দীন আলোকিত চট্টগ্রামকে বলেন, পবিত্র মাস রমজানে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নির্দেশে এবং যুবলীগের মানবিক চেয়ারম্যান ডাইনামিক লিডার অধ্যাপক মাঈনুল হোসেন খান নিখিলের আহ্বানের আমার এই ক্ষুদ্র প্রয়াস। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে আমার সামর্থে্যর সবটুকু দিয়ে চেষ্টা করেছি রোজাদার অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে। এ পর্যন্ত প্রায় ৯ হাজার মানুষের মাঝে রান্না করা খাবারের পাশাপাশি ইফতার ও ইফতারসামগ্রী বিতরণ করেছি। রমজানের বাকি দিনগুলোতেও এ কর্মসূচি অব্যাহত থাকবে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!