অস্ত্র উঁচিয়ে গুলি খোদ ইউপি মেম্বারের, ৫ নারী রক্তাক্ত—ভিডিও ভাইরাল

বাঁশখালীর চাম্বল ইউনিয়নের দক্ষিণ চাম্বল গ্রামে ইউপি মেম্বার আবদুল মাবুদের সশস্ত্র হামলায় ৫ নারী ও এক পুরুষ আহত হয়েছেন। এ হামলার একটি ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

শনিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় এ ঘটনা ঘটে। এ সময় আহতদের বাঁচাতে গ্রামবাসীরা এগিয়ে এলে ৫ রাউন্ড গুলি ছুঁড়ে সন্ত্রাসীরা।

আরও পড়ুন: পুলিশ যাওয়ার পরপরই হামলা, কিরিচের কোপে তিন নারীসহ রক্তাক্ত ৪

হামলায় আহতরা হলেন- মো. আলম (৫২), জুনু আরা বেগম (৪৫), আয়শা বেগম (৪৫), তসলিমা আক্তার (২২), জেসমিন আক্তার (৩২), পারভীন আক্তার (৩৫)। এদের মধ্যে মো. আলম ও জুনু আরা বেগমকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে এ ঘটনায় বাঁশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাটিস্ট্রেট মো. মাঈনুল ইসলামের আদালতে রোববার (৬ ফেব্রুয়ারি) মামলা করেন মো. জমির উদ্দিন। আদালত মামলাটি বাঁশখালী থানার ওসিকে নথিভুক্ত করার নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন: রাতের আঁধারে সাগরে ছুড়ে ফেলা হলো যুবককে, ঘটনা চাপা দিতে মরিয়া ৩ ইউপি মেম্বার

মামলার এজাহার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মো. জমির উদ্দিন নামের এক ব্যক্তির ১৬ শতক পৈত্রিক জায়গা জবরদখল করে খাস জায়গা বলে পাকা দালান নির্মাণ করেন ইউপি মেম্বার আবদুল মাবুদ। এ ঘটনায় মো. জমির উদ্দিন আইনের আশ্রয় নিলে ক্ষিপ্ত হন ইউপি মেম্বার আবদুল মাবুদ। এর জেরে ৫ ফেব্রুয়ারি সকালে জমির উদ্দিনের পরিবারের ওপর ইউপি মেম্বার আবদুল মাবুদ দলবল নিয়ে সশস্ত্র হামলা চালায়।

এ বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন আলোকিত চট্টগ্রামকে বলেন, মামলার পর পুলিশ আসামিদের গ্রেপ্তারে অভিযানে নেমেছে। শিগগির আসামিদের আইনের আওতায় আনা হবে।

উজ্জ্বল/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!