ইউপিডিএফ—সেনাবাহিনী গোলাগুলি, উদ্ধার হলো একে-৪৭

রাঙামাটির দুর্গম বাঘাইছড়িতে ইউপিডিএফের (প্রসিত) আস্তানায় অভিযান চালিয়ে দুটি একে-৪৭ রাইফেল ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী।

রোববার (১২ সেপ্টেম্বর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের পশ্চিম জারুলছড়ি এলাকায় ইউপিডিএফের আস্তানায় এ অভিযান চালায় সেনাবাহিনীর ১২ বীর বাঘাইহাট জোন।

সেনা সুত্র জানায়, পশ্চিম জারুলছড়ি এলাকায় ১০-১২ জন সশস্ত্র সন্ত্রাসী অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে বাঘাইহাট জোনের একটিদল অভিযান চালায়। এসময় ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসীদল সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

আরও পড়ুন: ‘যৌথবাহিনীর ফাঁদ’ অস্ত্র—গুলিসহ পাহাড়ের ইউপিডিএফ কর্মী আটক

এসময় সেনাবাহিনীর আভিযানিক দল সন্ত্রাসীদের পিছু ধাওয়া করলে সেনাবাহিনী ও সন্ত্রাসীদলের মধ্যে বিপুল পরিমাণ গুলি বিনিময় হয়। পরে ওই স্থানে সেনাবাহিনী তল্লাশি চালিয়ে দুটি একে-৪৭, দুটি একে-৪৭ ম্যাগাজিন, ১৩ রাউন্ড অ্যামুনিশন, দুটি মোবাইল ও তিনটি কাপড়ের ব্যাগসহ বিপুল পরিমাণ নথিপত্র উদ্ধার করে।

বাঘাইছড়ি থানার ওসি আনোয়ার হোসেন খান বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার প্রস্তুতি চলছে।

এদিকে বাঘাইছড়ি উপজেলার দায়িত্বে থাকা ইউপিডিএফের সমন্বয়ক আরজেন চাকমা অভিযোগ অস্বীকার করে বলেন, এ ঘটনার সঙ্গে ইউপিডিএফ প্রসিত দলের কোনো সম্পর্ক নেই।

আলমগীর/এসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!