ইউপিডিএফের ৪ সদস্যের কাছে অস্ত্র-গুলির সঙ্গে ছিল গাঁজা গাছ

রাঙামাটিতে দেশীয় অস্ত্র, গুলি, চাঁদা আদায়ের রশিদ বই, গাঁজা গাছসহ ইউনাউটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ৪ সদস্যকে আটক করেছে সেনাবাহিনী।

রোববার (৫ ডিসেম্বর) ভোর সোয়া ৫টার দিকে কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের দুর্গম কচুছড়ি উপরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে।

অভিযানে আটকদের কাছ থেকে থেকে ১টি দেশীয় তৈরি বন্দুক, রাইফেলের ৭ রাউন্ড ও শর্টগানের ৩ রাউন্ড গুলি, ১টি চাঁদা আদায়ের রশিদ বই, ৪টি মোবাইল সেট এবং ৫ হাজার ৮০ পিস গাঁজা গাছ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: ইউপিডিএফ—সেনাবাহিনী গোলাগুলি, উদ্ধার হলো একে-৪৭

আটকরা হলেন- পার্বত্য চুক্তিবিরোধী ইউনাউটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) টোল কালেক্টর ও সদস্য নবীন সুন্দর চাকমা (৭৫), বিনয় চাকমা (৩২), নিক্সন চাকমা (২৫) ও জ্ঞানজ্যোতি চাকমা (৩৫)।

সেনাবাহিনী জানায়, উদ্ধার করা ৫০ কেজি গাঁজার বর্তমান বাজার মূল্য অনুমানিক ৫ লাখ টাকা। জিজ্ঞাসাবাদের পর আটকদের কাউখালী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

যোগাযোগ করা হলে কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. শহীদ উল্ল্যাহ ঘটনার সত্যতা স্বীকার করে আলোকিত চট্টগ্রামকে বলেন, আটকদের বিরুদ্ধে কাউখালী থানায় অস্ত্র ও মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।

আলমগীর/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!