ইউটিউব বন্ধের দাবি সংসদে

জাতীয় সংসদে এবার ইউটিউব বন্ধের দাবি তুলেছেন আওয়ামী লীগ দলীয় এমপি নাজিম উদ্দিন আহমেদ।

সোমবার (১৭ জানুয়ারি) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান।
ইউটিউবে বিভিন্ন ধরনের অপপ্রচার, গুজবের কারণেই তিনি এমন প্রস্তাব জানান।

সকাল ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

আরও পড়ুন : এবার মুরাদ হাসানের সংসদ সদস্য পদের বৈধতা নিয়ে রিট

ময়মনসিংহ-৩ আসনের এমপি নাজিম উদ্দিন আহমেদ বলেন, ইউটিউবে আমরা দেখি খালেদা জিয়া মরে যাচ্ছেন। শেখ হাসিনা কালকেই ক্ষমতাচ্যুত হচ্ছেন। আবার দেখি, সেনাপ্রধানদের টেনে নামানো হচ্ছে।

এই যে অপপ্রচার-প্রপাগান্ডা ইউটিউবে আমরা দেখি…এগুলো কোথা থেকে আসে? তথ্য মন্ত্রণালয় কী করে আমরা বুঝি না। কালকে সকালে ঘুম থেকে উঠে শুনবেন শেখ হাসিনা ক্ষমতায় নেই- এই যে কথাগুলো বলা হয়, আমরা স্তম্ভিত হয়ে যাই।

গ্রামের মানুষগুলো এসব দেখে ভাবেন, না জানি বাংলাদেশে কী হচ্ছে! তথ্য মন্ত্রণালয়কে বলবো দরকার হলে ইউটিউব বন্ধ করে দেন। ক্রিমিন্যাল ও স্বাধীনতাবিরোধীদের সঙ্গে আমাদের কোনো আপস থাকতে পারে না।

এরপর তিনি নিজ এলাকার উন্নয়ন নিয়ে বক্তব্য রাখেন। এছাড়া আমলাতান্ত্রিক জটিলতা থেকে মুক্তি পেতে এমপিদের শক্ত অবস্থানে যাওয়ার আহ্বান জানান।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!