আ.লীগ—ছাত্রলীগের একইদিন কর্মসূচি, সংঘাত ঠেকাতে ১৪৪ ধারা ফটিকছড়িতে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠান আয়োজন নিয়ে মুখোমুখি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের একাংশ ও ছাত্রলীগ।

শুক্রবার (২৭ আগস্ট) একই সময়ে একই স্থানে সভা আহ্বান করায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ফটিকছড়ি কলেজ ও বাস স্ট্যান্ডের আশেপাশের ২০০ গজ এলাকায় এ ১৪৪ ধারা জারি করা হয়।

আরও পড়ুন: রাতেই রক্ত ঝরল ছাত্রলীগের দ্বন্দ্বে, আতঙ্ক ছড়াচ্ছে নাহিদ—কায়সার গ্রুপ

বৃহস্পতিবার (২৬ আগস্ট) ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিনুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১৪৪ ধারা জারির নির্দেশনা দেওয়া হয়।

ফটিকছড়ি কলেজ প্রাঙ্গণ ও অডিটোরিয়ামে একই সময়ে দুইটি সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকীর আয়োজনকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই উত্তেজনা ছড়াতে থাকে।

১৪৪ ধারা নির্দেশনা বাস্তবায়ন করতে ফটিকছড়ি থানা ইনচার্জকে নির্দেশনা দেয়া হয়েছে।

আরও পড়ুন: স্বামীর ছুরিকাঘাত—রক্তাক্ত স্ত্রী মৃত্যুর সঙ্গে লড়ছে হাসপাতালে

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৭ আগস্ট সকাল ৬টা থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এ আইন বলবত থাকবে। এছাড়া ফটিকছড়ি কলেজ ও বাস স্ট্যান্ডের আশেপাশের ২০০ গজ এলাকায় কোনো ধরনের মিছিল-মিটিং ও সমাবেশ দুইজনের অধিক জমায়েত ইত্যাদি করা যাবে না।

সিএম/এসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!